দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল শুরু করল ঘূর্ণিঝড় মিগজাউন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাপটলা এলাকায়। প্রায় দুঘণ্টা ধরে তাণ্ডব চালানোর সম্ভাবনা মিগজাউনের।
ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের। প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলের সদস্যদেরও। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে একাধিক এলাকা জলমগ্ন। হায়দ্রাবাদ বিমানবন্দরে একাধিক বিমান বাতিল করা হয়েছে বলে খবর।
শুধু অন্ধ্রপ্রদেশ নয়, তামিলনাড়ুতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিগজাউনের প্রভাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ।