প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল মিগজাউম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে সেটি। সেসময় তার গতিবেগ থাকতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। মিগজাউমের প্রভাব পড়তে পারে এরাজ্যের একাধিক জেলায়। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, মছলিপত্তনম থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর নাগাদ সেটি ল্যান্ডফল শুরু করবে। প্রবল ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ভারী বৃষ্টি না হলেও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বিকালে এবং বুধবারও হাল্কা বৃষ্টি হতে পারে।