দলিত পড়ুয়াদের দিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানোর অভিযোগ উঠল একটি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযুক্ত ওই অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন চুক্তিভিত্তিক কর্মীকেও চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি স্কুলে।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর মোরার্জি দেশাই স্কুলে পড়াশোনা করত ২৪৩ জন পড়ুয়া। অভিযোগ, তাঁদের মধ্যে চারজন পড়ুয়াকে সেপটিক ট্যাঙ্কের নীচে নামতে বাধ্য করেন স্কুলের অধ্যক্ষ। শাস্তিস্বরূপ পড়ুয়াদের দিয়ে এই কাজ করানো হয়।
অন্য আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই স্কুলেরই পড়ুয়াদের পিঠে ব্যাগ নিয়ে উপরের দিকে হাত তুলে দাঁড় করিয়ে রাখা হয়। যদিও ঠিক কী কারণে এমন শাস্তি দেওয়া হয়েছে তা জানা যায়নি। এবিষয়ে ইতিমধ্যে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে।