উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে আবার ছন্দপতন বিজেপিতে(Bharatiya Janata Party)। এবার দল ছাড়লেন আরেক ক্যাবিনেট মন্ত্রী দারা সিং চৌহান( Dara Singh Chauhan)। সূত্রের খবর, স্বামীপ্রসাদ মৌর্যের(Swami Prasad Maurya) পরে বিজেপির এই মন্ত্রীও যেতে পারেন সমাজবাদী পার্টিতে(SP)।
বুধবার দারা সিং চৌহান তাঁর পদত্যাগপত্রে জানান, রাজ্যের শোষিত, নিপীড়িত, দলিত, অনগ্রসর শ্রেণির প্রতি বিজেপির(BJP) মনোভাবে তিনি যথেষ্ট মর্মাহত। এর পাশাপাশি কৃষক, বেকার যুবক-যুবতীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন তিনি।
একসময় স্বামীপ্রসাদ মৌর্যের(Swami Prasad Maurya) মতো দারা সিংও মায়াবতী(Mawabati) ঘনিষ্ঠ ছিলেন। তবে ২০১৫ সালে বিজেপিতে(BJP) যোগ দেন এই অনগ্রসর শ্রেণির নেতা। ২০১৭ সালে বিধানসভায় জিতে রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন- Swami Vivekananda: বিজেপির রাজ্য দফতরে পালিত বিবেকানন্দের জন্মদিবস, বাসভবনে গিয়ে শ্রদ্ধা শুভেন্দুর
এখনও পর্যন্ত দুই মন্ত্রী ও চারজন বিধায়ক(MLA) বিজেপি(BJP) ছেড়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar) দাবি করেন, উত্তর প্রদেশে(Uttar Pradesh) ১৩ জন বিধায়ক বিজেপি(BJP) ছেড়ে দেবেন। সেই কথাই যেন সত্যি হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, মঙ্গলবার যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন স্বামীপ্রসাদ মৌর্য(Swami Prasad Maurya)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর বিরুদ্ধে এবার জারি হল গ্রেফতারি পরোয়ানা। সাত বছর আগের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।