বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার বিষয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। বাবার মৃত্যুর আগে কোনও উইল(Will) বা ইচ্ছাপত্র না করে গেলে, সেক্ষেত্রে তাঁর অর্জিত এবং অন্যান্য সম্পত্তি পাবেন মেয়ে(Daughter)। পরিবারের অন্যান্য সদস্যদের(Successors) তুলনায় অগ্রাধিকার থাকবে কন্যা(Daughter) সন্তানের।
বাবার সম্পত্তিতে(Father’s Property) মেয়ের অধিকারসংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের(Madras High Court) একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) আবেদন করা হয়েছিল। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এই রায় দিয়েছে বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারীর বেঞ্চ। সুপ্রিম কোর্টের(Supreme Court) ডিভিশন বেঞ্চের মতে, উইল(Will) করার আগেই কোনও হিন্দু পুরুষের মৃত্যু হলে, তাঁর সমস্ত সম্পত্তি(Properties) উত্তরাধিকারীদের(Successors) মধ্যে বন্টন করা হবে। সেক্ষেত্রে বাবার(Father) অন্যান্য আত্মীয়দের তুলনায় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে একমাত্র কন্যার(Daughter)।
আরও পড়ুন- Covid-19 Vaccination: ১৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশে 'লাস্ট বয়' বাংলা, দাবি কেন্দ্রের
কিন্তু এখানেই প্রশ্ন উঠেছিল, বাবার মৃত্যুর পর অন্য কোনও উত্তরাধিকারীর(Successors) অনুপস্থিতিতে কি মেয়েই সমস্ত সম্পত্তি পাবেন? এই প্রশ্নের মীমাংসা করতে গিয়েই দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মৃত্যুর আগে বাবা ইচ্ছাপত্র তৈরি করে যেতে না পারলেও মৃত্যুর পর বাবার সমস্ত সম্পত্তিতে(Father’s Properties) অগ্রাধিকার পাবেন তাঁর মেয়ে(Daughter)।
আরও পড়ুন- Dilip Ghosh : 'তৃণমূলের মাথা পর্যন্ত পচন', অভিষেক-কল্যাণ তরজায় কটাক্ষ দিলীপ ঘোষের