ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৬১। এবং আহতের সংখ্যা ৬৫০। রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে। যদিও মৃত ও আহতের সঠিক সংখ্যা জানানোর ক্ষেত্রে রেলের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেছেন অনেকেই।
রেলের বিরুদ্ধে তোপ দেগে অনেকেই জানিয়েছেন, প্রথম বিবৃতিতে রেল জানিয়েছিল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩০ এবং শনিবার ভোর ৫টা নাগাদ জানানো হয়েছিল মৃত বেড়ে হয়েছে ৩৮। যদিও এর কয়েক ঘণ্টা পর রেল ফের বিবৃতি দেয়। এবং জানিয়েছিল মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৮। তার কয়েকঘণ্টা পর রেলের তরফে ফের জানানো হয়েছে মৃতের সংখ্যা ২৬১।
অন্যদিকে ওড়িশা সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৩৩। এখানেই প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ, কীভাবে রেলের সঙ্গে ওড়িশা সরকারের মৃত যাত্রীর তথ্যগত এত পার্থক্য? এমনকী, ওড়িশা দমকল বিভাগের তরফেও জানানো হয়েছিল, শনিবার সকাল পর্যন্ত ১২০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন। ঘটনাস্থলেই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।