ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত উদ্ধারের পর রেলের দাবি আপ করমণ্ডল এক্সপ্রেসেরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৮ জন। তবে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। দুটি ট্রেন মিলিয়ে আহত ৯০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছ। রাতভোর চলেছে উদ্ধারের কাজ। এই কাজে সেনা নামিয়েছে ভারতীয় রেল।
রাতেই ঘটনাস্থলে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, আজ, শনিবার ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। ঘটনাস্থলে এখনও উদ্ধারের কাজ চলছে। রেল সূত্রে জানা গিয়েছে, রাতে কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালগুলিকে এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় কাজে লাগানো হয়েছে।