মোদী পদবি অবমাননা মামলায় সাজা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে। এরপর দায়রা আদালত ও গুজরাত হাই কোর্ট তা বহাল রাখে। এবার শীর্ষ আদালতে আবেদন করলেন রাহুল গান্ধী।
২ বছরের জেলের সাজায় স্থগিতাদেশ চেয়ে গুজরাত হাই কোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। গত ৭ জুলাই শুনানিতে সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে শনিবার রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন করেছেন।
২০১৯ সালে মোদী পদবি নিয়ে কর্নাটকের একটি জনসভায় মন্তব্য করেন রাহুল গান্ধী। তা নিয়েই মামলা দায়ের করা হয় গুজরাতের একটি আদালতে। সেই মামলায় ২ বছরের জেল হয়েছে রাহুল গান্ধীর। সাংসদ পদও খারিজ করা হয়েছে তাঁর।