করোনা(Corona) আক্রান্ত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh) । মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে । বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । সোমবার টুইট করে নিজেই নিজের অসুস্থতার খবর জানিয়েছেন এই বর্ষীয়ান বিজেপি নেতা ।
এদিন টুইটারে রাজনাথ লেখেন, "আজ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । শরীরে মৃদু উপসর্গ রয়েছে । আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি । সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা আইসোলেশনে থাকুন ও কোভিড পরীক্ষাও করিয়ে নিন ।" উল্লেখ্য, ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন রাজনাথ সিং । কিন্তু, তারপরেও মারণ ভাইরাস থাবা বসালো তাঁর শরীরে ।
আরও পড়ুন, New Guideline of Home Isolation : ৭ দিনেই শেষ আইসোলেশন ? নতুন নিয়মে কী জানাল রাজ্য ?
এদিকে, সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । টুইটারে জানিয়েছেন মৃদু উপসর্গ রয়েছে তাঁর । আপাতত, হোম আইসোলেশনে রয়েছেন তিনি ।
এদিন, সংক্রমিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও । দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন ।
করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল গোটা দেশ । করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ প্রত্যেকেই । এদিকে, সোমবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজ । এই ডোজ পাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা । ষাটোর্ধ্বদেরও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ।