দিল্লির দূষণ নিয়ে মঙ্গলবারই পড়শি রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবারও দূষণের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তবে তা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। দিল্লির পাশাপাশি দূষণের ঝুঁকিতে মুম্বইও। ইতিমধ্যেই হাসপাতালে বিশেষ রেসপিরেটরি ICU বা শ্বাসযন্ত্রজনিত জরুরি বিভাগ খোলা হয়েছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বুধবার দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গুণগত মান সবথেকে খারাপ গ্রেটার নয়ডায়। দিল্লির লোধি রোড, জেএলএন স্টেডিয়াম, সিরি ফোর্ট, অরবিন্দ মার্গ ও দিলশাদ গার্ডেন এলাকারও দূষণের পরিমাণ অনেকটাই বেশি। এদিকে দূষণের আশঙ্কায় সেন্ট্রাল মুম্বইয়ের পারেলের গ্লোবাল হাসপাতালে বিশেষ রেসপিরেটরি ICU বসানো হয়েছে। শীতকালে দূষণের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের।
গত রবিবার বিশ্বের সবথেকে দূষিত শহরের তালিকায় ছিল দিল্লি। ছয় নম্বরে ছিল মুম্বই। মুম্বইয়ে সমুদ্র থাকায়, দূষণ অনেকটাই কম হয়। যা দিল্লিতে হয় না।