অফিসের লিফটে আটকা পড়েছেন কর্মী। হতেই পারে। কতক্ষণ? প্রায় ঘণ্টা তিনেক। আচ্ছা, তাও না হয় হল। কিন্তু অফিসের লিফটে আটকা পড়ায় কর্মীকে রীতিমতো শাস্তি দিল সেই অফিসই। অবাক করা এই ঘটনাই বলব আজকের গল্প হলেও সত্যি-তে।
দিল্লির এক রেডিট কর্মী সম্প্রতি আটকে পড়েছিলেন অফিসেরই এক লিফটে। বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফোনে অফিসকে বিষয়টি জানাতে পারেন ওই কর্মী। লিফটের দরজা খোলার জন্য তখন লোক পাঠানো হয়। সমস্যার সমাধান হতে সময় লাগে তিন তিন ঘণ্টা। স্বাভাবিক ভাবেই তিন ঘণ্টা দেরিতে অফিসে ঢুকতে পারেন ওই রেডিট কর্মী। তাঁকে জানানো হয়, 'লেট' হিসেবে মার্ক করা হবে তাঁকে, সেই শুনে ছুটিই নিতে চান ওই কর্মী। কিন্তু ছুটি মঞ্জুর তো হয়ই না, বরং মাইনেও কাটা হয় 'লেট' করার জন্য।
সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই কর্মীকে অনেকেই বলছেন চাকরি বদলানোর জন্য। তাঁকে সংস্থার থেকে ক্ষতিপূরণ দাবি করার পরামর্শও দিয়েছেন অনেকে।