হোমওয়ার্ক না করায় শাস্তি। দুই শিশুর ওপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল দিল্লির এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ৬ ও ৮ বছরের দুই বোনকে তালাবন্দি করে পাস্টিকের শক্ত পাইপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। শরীরের বিভিন্ন জায়গায় জখম নিয়ে ঘরে ফেরে দুই শিশু। পরিবারের অভিযোগ, একজন বাড়ি ফিরেই অজ্ঞান হয়ে যায়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গৃহশিক্ষক।
পুলিশ সূত্রে খবর, গত বুধবার উত্তর দিল্লির ভালসা এলাকায় ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, হোমওয়ার্ক না করায় সেদিন ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই গৃহশিক্ষক। তারপরই দুই বোনকে নৃশংস শাস্তি দেন ওই গৃহশিক্ষক। প্রথমে ঘরে আটকে রাখা হয়েছিল শিশুদের। অভিযোগ, পরে ঘরে ঢুকে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করেন ওই গৃহশিক্ষক। মারাত্মক জখম অবস্থায় বাড়ি ফেরে দুই বোন। পরিবার সূত্রে খবর, এখনও তারা অসুস্থ।
ঘটনা প্রকাশ্যে আসতেই গৃহশিক্ষকের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দিল্লি মহিলা কমিশন এই ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, "ভয়াবহ ঘটনা। এভাবে দুই শিশুকে জখম করার কথা ভাবাই যায় না। একজন শিক্ষক কীভাবে এমন নৃশংস অত্যাচার করতে পারেন! দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।" আগামী মঙ্গলবারের মধ্যে দিল্লি পুলিশের থেকে বিস্তারিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মহিলা কমিশন।