শাহরুখ খান অভিনীত ছবি 'পাঠান'-এর সঙ্গে জড়িত সমস্ত কলাকুশলীদের 'দেশের বৃহত্তম আন্তর্জাতিক রাষ্ট্রদূত' বলে অভিহিত করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। মঙ্গলবার রাজ্যসভায় গোটা 'পাঠান' টিমকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন, 'পাঠান'-এর (Pathaan) সাফল্য খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল যে, যা কোনও রাজনৈতিক দল করতে পারল না, তা করে দেখিয়ে দিল একটি সিনেমা! আমরা যা করতে পারিনি, তা শাহরুখ খান (Shah Rukh Khan), জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনরা করে দেখিয়ে দিলেন! তাঁদের অসংখ্য শুভেচ্ছা!" তিনি শাহরুখের সঙ্গেই দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের সঙ্গেই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দকেও ধন্যবাদ জানান।
আরও পড়ুন: ৩ হাজার কোটির প্রশংসা ! গণনা এখনও চলছে, পাঠান নিয়ে এবার রসিক শাহরুখ
উল্লেখ্য, রিলিজের তৃতীয় সপ্তাহেও অব্যাহত 'পাঠান ঝড়'। শাহরুখ খান- দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি এর মধ্যেই শুধু ভারতের বাজার থেকেই ঘরে তুলে ফেলেছে কয়েকশো কোটি টাকা। 'পাঠান' মুক্তি পেতেই বলিউডের পালেও লেগেছে হাওয়া। দক্ষিণী সিনেমার দাপটে মাঝে হিমসিম খাওয়ার জোগাড় হয়েছিল বলিউডের। অবশেষে পাঠানের উত্থানে সে খরাও কাটে।