এবার রূপান্তরকামীরাও (Transgender pilots) চালাতে পারবেন বিমান। বুধবারই এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয় ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (DGCA) পক্ষ থেকে। এই নির্দেশিকা অনুযায়ী, রূপান্তরকামী প্রার্থীদের শুধু যে মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে এমন না, পাশাপাশি এন্ডোক্রিনোলজিস্টের সার্জনের কাছ থেকে যে কোনও অস্ত্রোপচারের বিষয়ে একটি শংসাপত্রও (Transgender pilots) জমা দিতে হবে। গত এক বছরে করা সমস্ত পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রার্থী এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তিনি ককপিটে বসার ছাড়পত্র পাবেন।
আরও পড়ুন: শান্তিপ্রসাদ-অশোকের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ, ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ
ডিজিসিএ (DGCA) তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে,রূপান্তরকামী প্রার্থীদের মধ্যে যাঁরা হরমোন থেরাপি সম্পন্ন করেছেন বা যাঁরা ৫ বছর আগে থেরাপি শুরু করেছেন তাঁরাই (Transgender pilots) বিমান চালাতে পারবেন। তবে তাঁদের মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং পরীক্ষাও করানো হবে। এই পরীক্ষাটি (Transgender pilots) বিশ্ব প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফর ট্রান্সজেন্ডার হেলথ দ্বারা নির্ধারিত ব্লুপ্রিন্টের ওপর ভিত্তি করে সম্পন্ন হবে।
উল্লেখ্য, এই বিশেষ মেডিক্যাল পরীক্ষা লিঙ্গ-নির্বিশেষে সব প্রার্থীর জন্যই প্রযোজ্য।