বিশেষভাবে সক্ষম শিশুকে (Special Ability Child) বিমানে উঠতে বাধা দেওয়ায় ইন্ডিগো এয়ারলাইন্সকে (Indigo Airlines) ৫ লক্ষ টাকা জরিমানা করল বিমান নিয়ামক সংস্থা DGCA। গত ৭ মে এক বিশেষভাবে সক্ষম এক শিশুকে রাঁচি বিমানবন্দরে উঠতে বাধা দেয় ইন্ডিগো এয়ারলাইন্স।
সিভিল অ্যাভিয়েশনের তরফে আগেই জানানো হয়, ওই শিশুর সঙ্গে সঠিক আচরণ করা হয়নি । যাত্রীর সঙ্গে এমন খারাপ ব্যবহারের জন্য বিমান সংস্থাকে শোকজ নোটিস করে DGCA। শিশুটি আতঙ্কগ্রস্থ হয়ে যাওয়ায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে পরিবার। বোর্ডিং থেকেই ফিরিয়ে দেওয়া হয় ওই শিশুকে। বিমানে প্রবেশ করতে চায়নি তার মা ও বাবাও। গত ৯ মে এই ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে।
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা, ইন্ডিগোকে শো-কজ DGCA-র
সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, "বিশেষভাবে সক্ষম ওই শিশুর সঙ্গে ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফ সঠিক আচরণ করেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হয়।" বিবৃতিতে আরও জানানো হয়, ওই শিশুকে শান্ত করার জন্য স্নায়ু আরও নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল বিমান সংস্থার কর্মীদের। তাহলে যাত্রীকে বাধা দেওয়ার মতো ঘটনা এড়ানো যেত। বিশেষ পরিস্থিতিতে আরও বেশি সক্রিয় হওয়া উচিত। যা ওই বিমানসংস্থার কর্মীরা করতে ব্যর্থ হয়েছেন।
DGCA-এর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, "সব অভিযোগ খতিয়ে দেখে এয়ারক্র্যাফটের নিয়ম অনুযায়ী, ওই বিমানসংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।"