বিশেষভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় বিমান সংস্থা ইন্ডিগোর (Indigo) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল DGCA । সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, ওই শিশুর সঙ্গে সঠিক আচরণ করা হয়নি । যাত্রীর সঙ্গে এমন খারাপ ব্যবহারের জন্য বিমান সংস্থাকে শোকজ নোটিস (DGCA's show cause notice to Indigo) দেওয়া হয়েছে ।
DGCA-এর তরফে জানানো হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে নোটিসের জবাব দিতে হবে । কেন, কীসের পরিপ্রেক্ষিতে এমন ঘটেছে, তা বিস্তারিত জানাতে হবে ইন্ডিগোকে । তা দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে । বিমান সংস্থার তরফেও শোকজ নোটিস পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে । তাঁরা জানিয়েছেন, খুব শীঘ্রই শো-কজ নোটিসের জবাব দেবেন তাঁরা ।
আরও পড়ুন, SBI hikes loan rates : একমাসের মধ্যে দুবার, ঋণে সুদের হার বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো- (Indigo Airlines)র বিরুদ্ধে এক বিশেষভাবে সক্ষম শিশুকে বিমান উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । শিশুটি আতঙ্কগ্রস্থ হয়ে যাওয়ায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে পরিবার । ৭ মে নাগাদ রাঁচি বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, ওইদিন রাঁচি থেকে হায়দরাবাদগামী একটি ইন্ডিগোর বিমানে বিশেষ ভাবে সক্ষম এক শিশুর সঙ্গে এধরনের আচরণ করা হয় । খবরটি ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ গ্রহণ করে DGCA । গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করে অসামরিক বিমান পরিষেবা বিভাগ (DGCA)।
ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছিল, অন্য যাত্রীদের সুরক্ষার (Passenger safety) স্বার্থে রাঁচি-হায়দরাবাদের একটি নির্দিষ্ট ফ্লাইটে এক বিশেষভাবে সক্ষম শিশুকে উঠতে দেওয়া হয়নি । কারণ সেই সময় শিশুটি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল । ঘটনার পর বিমান কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দেন শিশুটির বাবা-মা । তাঁদের রাঁচি স্টেশনের কাছেই একটি হোটেলে থাকার বন্দোবস্ত করে ইন্ডিগো কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের যে সমস্যার মুখোমুখি হয়ে গিয়েছিল, তার জন্য সংস্থা ক্ষমাপ্রার্থী ।