এবার স্পাইসজেটের বিমানের(SpiceJet Airlines) কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ডিজিসিএ(DGCA)। বিমানটির চালক, ইঞ্জিনিয়ার, বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে তদন্ত শুরু করল তারা।
উল্লেখ্য, রবিবার এক ধাক্কায় চার হাজার মিটার নীচে নেমেছিল অন্ডালমুখী মুম্বইয়ের বিমান(Air Turbulence)। জানা গিয়েছে, মুম্বই থেকে রবিবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে ছেড়েছিল এই উড়ান। অন্ডালে নামার কথা ছিল সন্ধে সাতটার কিছু পরে। কিন্তু ঝড়-বৃষ্টির দাপটে বিমান অবতরণের সময় সমস্যার সম্মুখীন হন বিমানচালক। প্রবল ঝাঁকুনিতে আহত হন যাত্রীরা।
আরও পড়ুন- Air turbulence : মাঝ আকাশে ঝড়ের কবলে অন্ডালগামী বিমান, দেখুন ভিতরের সেই হাড়হিম করা ছবি
তথ্য বলছে, সে সময় এক ধাক্কায় ১২ হাজার মিটার উচ্চতা থেকে ৮ হাজার মিটার উচ্চতায় নেমে আসে বিমানটি(Flight)। সন্ধ্যা ৭টা থেকে সওয়া ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। ক্রমাগত তিনবার ঝাঁকুনির পর ধীরে ধীরে নীচে নামতে শুরু করে বিমানটি। শেষ পর্যন্ত অণ্ডাল বিমানবন্দরে(Andal Airport) সাবধানেই অবতরণ করানো হয় বিমানটিকে।