রেল হাসপাতালের চিকিৎসকের চেম্বারে প্রবেশ করতে হবে জুতো খুলে। এই কর্তব্যই পালন করছিলেন এক রেলকর্মী। সেই কারণেই তাঁকে বড়সড় শাস্তির মুখে পড়তে হল। তাঁকে প্রায় অর্ধনগ্ন করে বাড়িতে পাঠানো হল। ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ধানবাদে।
জানা গিয়েছে, হাসপাতালে রুটিন চেকাপের জন্য এসেছিলেন ধানবাদের ডিভিশনাল রেল ম্যানেজারের স্ত্রী। কিন্তু জুতো পড়েই চিকিৎসকের চেম্বারে ঢুকতে যাচ্ছিলেন। সেই সময় বাধা দেন বসন্ত উপাধ্যায় নামে ওই কর্মী। জানান ডাক্তার বাবুর বারণ রয়েছে। চেম্বারে ঢুকতে গেলে জুতো খুলে রাখতে হবে।
এরপরেই ঘটনার সূত্রপাত। বসন্তের খোঁজ নেন ডিভিশনাল রেল ম্যানেজার। হাসপাতালের সুপারেনকে তিনি জানান ওই কর্মীকে তাঁর কাছে নিয়ে যেতে। তাঁর চেম্বারে গেলে বসন্তকে বকুনি দেওয়া হয়। বসন্ত বলতে চান তিনি শুধু নির্দেশ পালন করেছেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়।
অবশেষে জিআরএম ওই কর্মীকে জামা কাপড় খুলিয়ে অর্ধনগ্ন করে বাড়িতে পাঠান বলে অভিযোগ। এরপরে এতটাই মানসিকভাবে আঘাত পেয়েছেন বসন্তকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন রেলের ডিসিএম অমরীশ কুমার।