হাজিরা নিয়ে একাধিক অভিযোগ ছিল। নতুন বছরে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। ১ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম। ১০০ দিনের কাজের কেন্দ্রী. প্রকল্পে কর্মীদের ডিজিটালি হাজিরা দিতে হবে। এর জন্য নির্দিষ্ট মোবাইল অ্যাপও (Mobile App) থাকবে। যার মাধ্যমে হাজিরা (Digital Attendence) নেওয়া হবে।
গত ২৩ ডিসেম্বর এই নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্র। জানা গিয়েছে, কোনও কর্মী কোথায় কাজ করছেন, তা নির্দিষ্ট কর্মীর ছবি দিয়ে উল্লেখিত থাকবে। ১০০ দিনের কাজ নিয়ে হাজার অভিযোগ উঠেছে। তার জেরে ডিজিটাল হাজিরা নেওয়ার পদক্ষেপ কেন্দ্রের।
আরও পড়ুন: জানুয়ারিতেই কি দেশে বাড়বে কোভিড সংক্রমণ! আগামী ৪০ দিন কেন এত গুরুত্বপূর্ণ
১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকয়েরা পরিমাণ কয়েক হাজার কোটি টাকা বলে দাবি করেন তিনি। রাজ্য থেকে জিএসটি নিয়ে গেলেও বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।