শুক্রবার দুপুরে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকল গোটা ভারত। ইসরো থেকে উৎক্ষেপণ করা হল চন্দ্রযান-৩। উৎক্ষেপণের পর চাঁদের দিকে যাওয়ার আগে প্রথমে পৃথিবীকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করবে। তারপর চাঁদে পৌঁছতে সময় লাগবে একমাস।
জেনে নিন চন্দ্রযান-৩ সংক্রান্ত ১০টি অতি গুরুত্বপূর্ণ তথ্য:
১) চন্দ্রযান-৩ অভিযানের আরেক নাম LVM3-M4 মিশন।
২) চন্দ্রযান-৩ এ একটি ল্যান্ডার, একটি রোভার এবং একটি প্রোপালসন মডিউল রয়েছে।
৩) রোভারটিকে রাখা হয়েছে ল্যান্ডের মধ্যে। এই দুটিকে একসঙ্গে ল্যান্ডার মডিউল বলে অভিহিত করা হচ্ছে।
৪) প্রোপালশন মডিউলটি 100 কিলোমিটার চন্দ্র কক্ষপথ পর্যন্ত ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন বহন করবে।
৫) তিনটে ভাগে ভাগ করা হয়েছে চন্দ্রযান-৩ অভিযানকে।
৬) ল্যান্ডার এবং রোভার ২৩ অগস্টে চন্দ্র দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
৭) চন্দ্রযান-৩ উৎক্ষেপণের একদিন আগে ইসরোর বিজ্ঞানীরা অন্ধ্রপ্রদেশের তিরুপতির মন্দিরে পুজো দিতে যান।
৮) চন্দ্রযান-৩ অভিযানের সাক্ষী থাকার জন্য ইসরোর পক্ষ থেকে বহু নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছিল।
৯) এখনও পর্যন্ত পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য ৩৮ বার চেষ্টা করা হয়েছে। যার মধ্যে সাফল্যের হার ৫২ শতাংশ।
১০) এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে।