রেশন কার্ড ছাড়াই মিলবে রেশন(E-Ration Card)। শুনতে অবাক লাগলেও একথা একেবারে ১০০ শতাংশ খাঁটি। বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয় ই-রেশন কার্ড। ২০১৫ সালে প্রথমে দিল্লিতে শুরু হয় এই পরিষেবা। পরে ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে চালু হয় এই ই-রেশন কার্ড। সেই কার্ডের ফলে আপনিও কাগজ বা ডিজিটাল কার্ড(Digital Ration Card) ছাড়াই তুলতে পারবেন রেশন(Ration)।
কীভাবে মিলবে ই-রেশন কার্ড?
প্রতিটি রাজ্যের নিজস্ব পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের(PDS) ওয়েবসাইট থাকে।
nfsa.gov.in নামক ওয়েবসাইটে এই কার্ড সংক্রান্ত বিশদ তথ্য মেলে।
ওয়েবসাইটে গিয়ে হোমপেজে প্রিন্ট রেশন কার্ডের অপশনে ক্লিক করতে হবে
পরবর্তীতে রেশন কার্ড নম্বর যাবতীয় তথ্য সহযোগে ফর্ম সাবমিট করতে হবে।
পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের(PDS Website) তরফে ব্যাক্তির আবেদন খতিয়ে দেখে কার্ড ইস্যু করা হয়।
কার্ড ইস্যু হলে অফিশিয়াল ওয়েবসাইটে রেশন কার্ডের নম্বর দিলেই স্টেটাস দেখাবে।
কার্ড তৈরি হয়ে গেলে তা প্রিন্ট করে নিতে হবে।
রেশন কার্ড(Ration Card Problem) নিয়ে সমস্যা দূর করতেই এই ই-রেশন কার্ড চালু করে কেন্দ্র। আধার-মোবাইল নম্বর(Aadhar-Mobile Number Linked) রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকলে স্বচ্ছন্দে ই-রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে।