সময়টা ছিল আটের দশক। রবিবার মানেই কার্যত অচল ভারত। সকাল নটা মানেই টেলিভিশনে চোখ ভারতবাসীর। সম্প্রচার হত রামায়ণ। সেই স্মৃতি ফিরছে আসছে সোমবার। রামমন্দির উদ্বোধনের আগে কেন্দ্রের ঘোষণা, ২২ তারিখ অযোধ্যা লাইভ হবে শুধুমাত্র দূরদর্শনে।
ইতিমধ্যেই লাখো ভক্তের সমাগম হয়েছে সরযূ নদীর তীরে। কিন্তু যাঁরা যেতে পারবেন না, তাঁরা টেলিভিশনের পর্দায় চোখ রেখেই উপভোগ করতে পারবেন রামলালাকে। সকালে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দির থেকে সরাসরি সম্প্রচার করবে দূরদর্শন। ডিডি নিউজ ও ডিডি ন্যাশনাল, এই দুটি চ্যানেলে দেখা যাবে লাইভ সম্প্রচার।
বাড়ির বাইরে থেকেও আপনি এই সম্প্রচার দেখতে পারবেন। সেক্ষেত্রে চোখ রাখতে হবে দূরদর্শনের ইউটিউব চ্যানেলে। রে থাকেন, তা হলেও ইউটিউবে দূরদর্শনের চ্যানেলে লাইভ দেখতে পারবেন। বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে লাইভ দেখা যাবে এই অনুষ্ঠান। তা ছাড়াও দেশ জুড়ে ১০০০টি মন্দির চত্বরেও দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।