রাষ্ট্রপতি নির্বাচনের গণনায় (President Election 2022) প্রথম রাউন্ড থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল ছবিটা। সেই ধারাকেই বজায় রেখে তৃতীয় রাউন্ডেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। চতুর্থ রাউন্ডে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।
ভোটের আগেই সংখ্যাতত্ত্বের হিসেবে এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। কিন্তু ভোটের দিনই অভিযোগ ওঠে, অনেক ক্রস ভোটিং হয়েছে। বৃহস্পতিবার গণনা শুরু হতেই দেখা যায়, অনেকটাই এগিয়ে দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডের শেষে পান ৫৪০ ভোট। দ্বিতীয় রাউন্ডে সেই সংখ্যা পেরিয়ে যায় হাজারের ওপর। তৃতীয় রাউন্ডেই জয় নিশ্চিত হয়ে যায় তাঁর। ৬৪ বছরের দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী জনজাতির রাষ্ট্রপতি হলেন।
এরপরই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narednra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শুভেচ্ছা জানান বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাও (Yashwant Sinha)। রাষ্ট্রপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
আরও পড়ুন: কী ঘটেছিল ১৯৯৩ সালের ২১ জুলাই? কেন তৃণমূলের কাছে এত গুরুত্বপূর্ণ এই দিন?
আগামী ২৪ জুলাই শেষ হবে রামনাথ কোবিন্দের মেয়াদ। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফল বেরোতেই শুভেচ্ছা জানান বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। তিনি লেখেন, "আন্তরিক অভিনন্দন দ্রৌপদী মুর্মু। আমি এবং প্রত্যেক ভারতীয় চাইবেন, ১৫তম রাষ্ট্রপতি হিসেবে তিনি যাতে সাংবিধানিক অধিকার মেনে, ভীত না হয়ে দায়িত্ব পালন করেন। তাঁকে অনেক অনেক শুভেচ্ছা।"