ছেঁড়া জিন্স, স্লিভলেস জামা বা হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরের ভিতরে। আগামী ১ জানুয়ারি থেকে এই নিয়ম চালু করতে চলেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও নির্দেশ মেনে চলতে হবে দর্শনার্থীদের।
এবিষয়ে জগন্নাথ মন্দিরের প্রধান রঞ্জন কুমার দাস জানিয়েছেন, মন্দিরের ভিতর কোনও বিনোদনের জায়গা নয়। সেকারণে পবিত্রতা বজায় রাখতেই এই নির্দেশ জারি করা হয়েছে। তবে কী ধরনের পোশাক পরা যাবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনার মাধ্যমেই তা সিদ্ধান্ত নেওয়া হবে।
জানানো হয়েছে, মন্দিরের প্রতিটি প্রবেশ দ্বারে নিরাপত্তারক্ষীরা থাকবেন। তাঁরাই দর্শনার্থীদের পোশাকের উপর নজর রাখবেন। এমনকি, পোশাক নিয়েও প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে।