মাঝ আকাশে বিমানে (Vistara Airlines) একের পর এক কাণ্ড ঘটেই চলেছে । সম্প্রতি, সেরকমই আরও এক উদ্ভট ঘটনার সাক্ষ্মী মুম্বইগামী আবু ধাবির একটি বিমান । বিমানকর্মীদের ঘুষি মারা, গায়ে থুতু দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে । এখানেই শেষ নয়, ওই মহিলা (Woman Half naked in Flight) মাঝ আকাশেই পোশাক খুলে অর্ধনগ্ন অবস্থায় বিমানে হেঁটে বেড়ান বলে অভিযোগ । ইতালির বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই মহিলাকে সোমবার গ্রেফতার করেছে সহর পুলিশ ।
জানা গিয়েছে, আবু ধাবি থেকে মুম্বই যাচ্ছিলেন ইতালির ওই মহিলা । এয়ার ভিস্তারার UK256 বিমানে ইকোনমি ক্লাসে টিকিট ছিল তাঁর । প্রথমে সেই ক্লাসের সিটে বসলেও, পরে তিনি বিজনেস ক্লাসে গিয়ে একটি আসন দখল করে বসে পড়েন । সেইসময় দু’জন বিমান কর্মী তাঁকে গিয়ে জিজ্ঞাসা করেন কিছু দরকার কি না । কিন্তু সেই প্রশ্নের কোনও উত্তর না পাওয়ায় তাঁকে নির্দিষ্ট সিটে ফিরে যেতে অনুরোধ করেন তাঁরা । এরপরই ওই মহিলা চটে গিয়ে বিমানকর্মীদের উপর চিৎকার করেন, কারও মুখে ঘুষি মারেন আবার কারও গায়ে থুতু ফেলেন । এই ঘটনায় হইচই পড়ে যায় বিমানে । এরপরই নিজের পোশাক খোলা শুরু করেন মহিলা । এক আধিকারিক জানিয়েছেন,অর্ধনগ্ন অবস্থাতেই মহিলা বিমান জুড়ে হেঁটে বেরিয়েছেন । ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ ।
আরও পড়ুন, Malda News:মালদার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর, রিপোর্ট-ও তলব করলেন
মুম্বইয়ে বিমান অবতরণ করতেই ভিস্তারার নিরপত্তা আধিকারিকের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয়। তারপর সহার পুলিশ তাঁকে গ্রেফতার করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । এই ঘটনায় তাজ্জব নেট দুনিয়া ।