আর্থিক কেলেঙ্কারির ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে (Nawab Malik) গ্রেফতার ইডির (ED)। তদন্তে জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সঙ্গে যোগসাজশ ছিল তাঁর। বুধবার সকালে মন্ত্রী নবাব মালিককে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় বিজেপিকে (BJP) জোট বেধে আক্রমণ করেছে এনসিপি ও শিবসেনা। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার নবাব মালিককে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইডি। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বিজেপিকে সতর্ক করে জানান, ২০২৪ সালের পর তাঁদের নেতাদেরও তদন্তের জন্য তুলে আনা হবে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা সুপ্রিয় সুলে। তিনি জানান, নতুন ধরনের প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি।
আরও পড়ুন: ধর্ষণ, খুনে অভিযুক্ত রাম রহিমকে জেড প্লাস সুরক্ষা, কিন্তু কেন ?
এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Samir Wangkhede) কার্যকলাপ নিয়ে গত কয়েকমাস ধরেই একাধিক মন্তব্য করেন মন্ত্রী নবাব মালিক। গত বছর অক্টোবরে মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজে তল্লাশি চালিয়ে গ্রেফতার হন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ওই মাদক মামলায় গ্রেফতার হন নবাব মালিকের জামাই সমীর খানও।