ন্যাশনল হেরল্ড মামলায় নিস্তার নেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। সূত্রের খবর আজ, বুধবারও তাঁকে হাজিরার জন্য ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও ওয়াইনাডের কংগ্রেস সাংসদকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে দাবি দাবি করা হয়েছে, পরপর দুদিন রাহুলকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় তারা সন্তুষ্ঠ হতে পারেননি। তাই আজ, বুধবার ফের তলব করা হয়েছে।
২০১৫ সালে এই ইডিই এই মামলায় ক্লিনচিট দিয়েছিল সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে। শুধু ক্লিনচিটই দেওয়া হয়নি, বলা হয়েছিল এই মামলা বন্ধ করতে। রাজনৈতিক মহলের দাবি, তৎকালীন যুগ্ম অধিকর্তা রাজেন কাটোচ অর্থমন্ত্রককে সুপারিশ করেছিলেন, কংগ্রেসের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। কিন্তু সেই ন্যাশনল হেরল্ড মামলাতেই টানা দু দিন দীর্ঘ জেরা করা হল রাহুল গান্ধীকে। মঙ্গলবারও কংগ্রেস নেতাকে প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয়েছে।
তবে এদিন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। কারণ, কংগ্রেসের সদর দফতর ২৪ আকবর রোডের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। এমনকী দিল্লির ইডির সদর দফতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেই ইডির দফতরে এসেছিলেন রাহুল গান্ধী।