গরমেও মহার্ঘ্য ডিম। এপ্রিল মাসে ডিমের দাম সামান্য কমলেও গরম বাড়তেই ফের দাম বাড়ল ডিমের। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি (এনইসিসি)-র দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসে ডিমের দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। তবে, দেশের বেশিরভাগ শহরে ডিমের দাম বাড়লেও, কলকাতায় ডিমের দাম হেরফের হওয়ার কোনও তথ্য এখনও মেলেনি।
এনইসিসি-র দেওয়া তথ্য অনুসারে, চলতি বছর বছর এপ্রিল মাসে আহমেদাবাদে ১০০ পিস ডিমের দাম ছিল ৪০০ টাকা। মে মাসে তা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৫০০ টাকা। অর্থাৎ পাইকারি বাজারে ডিমের দাম বেড়েছে প্রায় ১০০ টাকা।
ডিমের দাম বেড়েছে মুম্বাইতেও। সেখানে ৪৬৫ টাকা থেকে- ডিমের দাম বেড়ে হয়েছে ৫২৫ টাকা। এছাড়াও উত্তর প্রদেশ, এলাহাবাদে, লখনউ, বিহারেও বেড়েছে ডিমের দাম।