Eknath Shinde CM:মহারাষ্ট্রের তখতে একনাথ শিন্ডে, ডেপুটি দেবেন্দ্র ফড়ণবীস

Updated : Jul 07, 2022 20:52
|
Editorji News Desk

বৃহস্পতিবারের সন্ধ্যায় রাজ্যপালের কাছ থেকে শপথ বাক্য পাঠ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তখতে বসলেন একনাথ শিন্ডে (Eknath Shinde CM)। দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) আপাতত দায়িত্ব সামলাবেন একনাথের ডেপুটি হিসেবে।

উল্লেখ্য, দেবেন্দ্র মহারাষ্ট্রের দুটো টার্মের মুখ্যমন্ত্রী। তিনি যাঁর হয়ে ডেপুটির দায়িত্ব সামলাবেন সেই একনাথের এখনও পর্যন্ত সবচেয়ে বড় অভিজ্ঞতা হল পুরসভা চালানো। দেবেন্দ্র ফড়ণবীস মহারাষ্ট্রের অন্যতম হেভিওয়েট বিজেপি নেতা। পাশাপাশি দু’বারের মুখ্যমন্ত্রীর পদ সামলানোর অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। অতএব তিনি যে একনাথের ‘তল্পিবাহক’ হয়ে ডেপুটি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে চান না, সেটা আগাম দলীয় নেতৃত্বকে জানিয়ে রেখেছিলেন বলেই সূত্রের খবর। তাই দেবেন্দ্রর ‘মান বাঁচাতে’ বিজেপির তরফে দেবেন্দ্রকে মুখ্যমন্ত্রী করার চেষ্টায় কোনও খামতি ছিল না। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রাজনীতির অলিন্দে এমনটাই চাউর হয়ে গিয়েছিল যে, পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র, একনাথ হবেন তাঁর ডেপুটি। কিন্তু বেলা বাড়তেই খেলা একশো আশি ডিগ্রি ঘুরে গেল। জানা গেল মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডেই। একই সঙ্গে এটাও চাউর হল যে, একনাথের মন্ত্রিসভায় দেবেন্দ্র থাকছেন না। 

Maharashtra Update:একনাথ শিন্ডেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভায় থাকছেন না ফড়ণবীস

কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘণ্টাখানেক আগে ফের কহানি মে টুইস্ট। বিজেপির সর্বভারতীয় নেতা জে পি নাড্ডা টুইট করে দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত জানিয়ে দেন। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ, জে পি নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত নাকি অনুরোধের ঢেকি গিলেছেন দেবেন্দ্র। নাড্ডা বলেছেন,
‘‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফড়ণবীসের। ওঁকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা হয়েছিল। ’’

তাহলে কি শেষ পর্যন্ত একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিক্ষুব্ধ জোট ও বিজেপির গঠবন্ধনের মধুরেণ সমাপয়েৎ ঘটল? হেভিওয়েট দেবেন্দ্র কি একনাথের ডেপুটি হিসেবে নির্দ্বিধায় দায়িত্ব চালিয়ে যাবেন? দেবেন্দ্রর মাধ্যমে মহারাষ্ট্র সরকারের রিমোট কন্ট্রোল কি থাকবে বিজেপির হাতে? আগামীতে মহারাষ্ট্রের মহা-নাটকের আরও কিছু রোমাঞ্চকর পর্ব তাহলে বাকি রয়ে গেছে? সময়ই এর উত্তর দেবে।

Eknath ShindeMaharashtra CrisisMaharashtra CMDevendra Fadnavis

Recommended For You

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার