মহারাষ্ট্রের মহা-নাটকের প্রতি মুহূর্তে পট পরিবর্তন ঘটছে। আজ দুপুর পর্যন্ত প্রায় নিশ্চিত ছিল যে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস। উপ মুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিন্ডে। কিন্তু সন্ধ্যার শপথ গ্রহণের ঘণ্টাখানেক আগেই ফের পট পরিবর্তন। সূত্রের খবর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তখ্তে বসছেন শিবসেনার বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মহারাষ্ট্রের নতুন সরকারের গঠনে শুধুমাত্র একনাথ শিন্ডে শপথ নেবেন। বাকিরা শপথ নেবেন পরবর্তীতে। উল্লেখ্য, যে দেবেন্দ্র ফড়ণবীসের নাম মুখ্যমন্ত্রীর পদের জন্য শোনা যাচ্ছিল, শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে তিনি একনাথ শিন্ডের মন্ত্রিসভায় থাকছেন না।
Ratha Yatra 2022: এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ, তাদের হাতে রথ তুলে দিলেন কাউন্সিলর
বৃহস্পতিবার শিন্ডে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘বালাসাহেব ঠাকরের হিন্দুত্ব লাইনের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়কদের কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ৫০ জন বিধায়ক রয়েছেন।’’ অন্যদিকে, দেবেন্দ্র ফড়ণবীস জানান, ‘‘হিন্দুত্ব লাইনের জন্য একনাথ শিন্ডেকে সমর্থন করছে দল।’’