৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ২০২৪ নির্বাচনের আগে এটাই লিটমাস টেস্ট। এবার নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিল কমিশন। নতুন বছরে প্রথম নির্বাচন হবে ত্রিপুরায়। একই দিনে নির্বাচন হবে মেঘালয় ও নাগাল্যান্ডে। ২ মার্চ নির্বাচনের ফলঘোষণা।
বুধবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের আধিকারিকর রাজীব কুমার জানিয়েছেন, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তিন রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে নির্বাচন হবে।
আরও পড়ুন: 'মেঘালয় চালাবেন ভূমিপুত্ররাই', পাহাড়-রাজ্যে 'গোয়া মডেল'-এ শান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এছাড়া বেশ কিছু রাজ্যে উপনির্বাচনের ঘোষণাও করেছে নির্বাচন কমিশন।মুর্শিদাবাদেও ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।