প্রকাশ্যে এল নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্যাবলী। বৃহস্পতিবার, ১৪ মার্চ, তাদের ওয়েবসাইটে স্টেট ব্যাঙ্কের থেকে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন। কমিশন জানিয়েছিল শুক্রবার তারা তথ্য প্রকাশ করবে। কিন্তু এক দিন আগেই তা প্রকাশ করে দেওয়া হল। ভারতের নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট, https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds-তে গিয়ে, যে কেউ এখন এই তথ্য ব্যবহার করতে পারবেন।
নির্বাচন কমিশনের আপলোড করা তথ্যে দেখা যাচ্ছে, নির্বাচনী বন্ডের ক্রেতাদের তালিকায় রয়েছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, মেঘা ইঞ্জিনিয়ারিং, পিরামল এন্টারপ্রাইজ, টরেন্ট পাওয়ার, ভারতী এয়ারটেল, ডিএলএফ কমার্শিয়াল ডেভেলপার্স, বেদান্ত লিমিটেড, অ্যাপোলো টায়ার্স, লক্ষ্মী মিত্তল, এডেলুইজ, পিভিআর, কেভেন্টার, সুলা ওয়াইন, ওয়েলস্পুন এবং সান ফার্মার মতো সংস্থার নাম।
দেশের যে রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ড ব্যবহার করেছে, তাদের মধ্যে রয়েছে বিজেপি, কংগ্রেস, এআইএডিএমকে, বিআরএস, শিবসেনা, তেলুগু দেশম পার্টি, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে, জেডিএস, এনসিপি, তৃণমূল কংগ্রেস, জেডিইউ, আরজেডি, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি।
উল্লেখ্য, শুক্রবার, ১৫ মার্চ, নির্বাচনী বন্ড মামলার শুনানি করবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। প্রশ্ন উঠেছিল, সেই তথ্য প্রকাশ্যে কবে আনা হবে? শুক্রবার বিকেলের আগেই নির্বাচনী বন্ড সংক্রান্ত সব হিসেবে প্রকাশ্যে আনা হবে বলেও জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।
বুধবার মুখ্য নির্বাচন কমিশনার বলেছিলেন, 'আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গোটা দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশিই কাশ্মীরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। সেই মতো প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে।'