এবার বাজেটে গয়না ও ইলেকট্রনিক্স দ্রব্যের দাম বাড়তে পারে। সব মিলিয়ে ৩৫টি দ্রব্যের দাম বাড়তে চলেছে। বহিঃশুল্ক বাড়ানোর কথা ভাবছে সরকার।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, যদি কেন্দ্র বহিঃশুল্ক বাড়ায়, বেশ কিছু দ্রব্যের দাম বাড়তে পারে। প্রাইভেট জেটের ভাড়া, হেলিকপ্টারের ভাড়া, উচ্চমানের ইলেকট্রনিক দ্রব্য, জুয়েলারির মতো দ্রব্যের দামে এবার বাজেটে প্রভাব পড়বে।
আরও পড়ুন: অভিযুক্ত শঙ্কর মিশ্রর দাবির বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিযোগকারী মহিলা
বাজেটের পর দামবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে আত্মনির্ভর ভারত প্রকল্পকে। স্থানীয় উৎপাদিত দ্রব্যকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতের বর্তমান অর্থনীতির ঘাটতি ২০২২ এর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৯ বছরের মধ্যে ৪.৪%-র জিডিপি নিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।