কানপুর নির্বাচনে এক প্রার্থীর লেখা চিঠি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে ভোটারদের প্রলুব্ধ করতে এক আজব দাবি করে বসেছেন ৩০ নং ওয়ার্ডের ওই নির্দল প্রার্থী। তাতে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, স্বল্পবসনা রুশ মহিলার নাচ এবং মদ্যপানের ব্যবস্থা করতে চান তিনি। আর তারই জন্য রিটার্নিং অফিসারের অনুমতি চেয়েছেন তিনি। এই চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় কানপুরে।
জানা গিয়েছে, ওই প্রার্থীর নাম সঞ্জয় দুবে। ১১ মে কানপুরের ভোট। তার আগেই এইধরনের ঘটনা সামনে আসায় হুলুস্থূল পড়ে যায় উত্তরপ্রদেশে। প্রার্থীর দাবি, এই চিঠি তিনি লেখেননি। এমনকি, ওই চিঠি নিয়ে জেলাশাসক এবং নির্বাচন কমিশনের কাছেও দরবার করেন ওই প্রার্থী।
আরও পড়ুন- IPL 2023, KKR : বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামার আগে হায়দরাবাদী বিরিয়ানিতে মজলেন নাইটরা, দেখুন ভিডিও