গরুপাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। ED-র মামলায় তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ২০২২ সালে তাঁকে গ্রেফতার করে CBI। তারপর ওই একই মামলায় এনমুলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২ বছর পর তাঁর জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। তিনিও বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন।
গত সপ্তাহের শুক্রবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ১৮ মাস পর তাঁর জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত। সোমবার তাঁকে তিহার জেল থেকে ছাড়া হতে পারে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এনামুল হক। ওই ব্যবসায়ীর প্রভাবশালী যোগ রয়েছে বলেও দাবি করেছিল সিবিআই। তারপরই দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুল হককে।