দেশজুড়ে বাড়ছে জনসংখ্যা। এই পরিস্থিতিতে একাধিক সন্তান চাইছে না কোনও পরিবার। হিন্দু বা মুসলিম, সব পরিবারই এখন একাধিক সন্তানের বিপক্ষে। সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের নতুন রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট অনুযায়ী, দেশে গর্ভধারণের হার (Fertility Rate) ২.২ শতাংশ থেকে নেমে ২ শতাংশ হয়ে গিয়েছে। এই নতুন সমীক্ষায় দেশের সব ধর্মাবলম্বী মানুষই আছেন। এই জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা NFHS-এর রিপোর্টে জানা গিয়েছে, দেশে গর্ভধারণের সব থেকে কমেছে মুসলিম ধর্মাবলম্বী নাগরিকদের (Indian Muslim Citizens)।
এছাড়া NFHS-এর সমীক্ষায় আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে। পরিবারে পুত্রসন্তানের দাবি, গার্হস্থ্য হিংসা (Domestic Violence), জনসংখ্যা রোধে মেয়েদের শিক্ষার প্রভাব (Education for Women to Prevent Population), এই সব নিয়েও উঠে এসেছে সাম্প্রতিক তথ্য।
NFHS সমীক্ষার রিপোর্ট
দেশে গর্ভধারণের হার কেন কমছে?
শিক্ষাও এর একটা বড় কারণ
একাধিক সন্তানের জন্ম না হওয়ার নেপথ্যে মায়ের শিক্ষাও গুরুত্বপূর্ণ।
সমীক্ষায় জানা গিয়েছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ১৫-৪৯ বছরের ৩১.৪৯ শতাংশ মহিলারা অশিক্ষিত। ৪৪ শতাংশ মহিলা শিক্ষিত। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ২৭.৬ শতাংশ মহিলা অশিক্ষিত। শিক্ষিত মহিলা ৫৪ শতাংশ।
দেশের ৮ লক্ষ ২৫ হাজার লোককে নিয়ে সমীক্ষা করেছে NFHS। প্রায় ৬.৩৭ লক্ষ পরিবারের সঙ্গে কথা বলেছে সমীক্ষকরা। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিক অঞ্চলের ৭০৭টি জেলায় সমীক্ষা চালানো হয়েছে। ৭ লক্ষ ২৪ হাজার ১১৫ জন মহিলা ১ লক্ষ ১ হাজার ৮৩৯ জন পুরুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।