নতুন সংসদ ভবন। প্রধানমন্ত্রীর নতুন দফতর। সেই দফতরে বাংলার বকেয়া চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বকেয়া আলোচনার পাশাপাশি ২০ মিনিটের বৈঠকে উঠে এসেছে কুশল বিনিময়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পা কেমন আছে, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের থেকে ভাল।
সূত্র বলছে, কুড়ি মিনিটের বৈঠকে আগাগোড়া কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী। একটি শব্দ খরচ করতে হয়নি তৃণমূলের প্রতিনিধি দলকে। বাইরে এসে বৈঠকের ব্যাপারে সবিস্তারে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, বাংলা বকেয়ার ব্যাপারে তাঁদের কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। প্রস্তাব দিয়েছেন কেন্দ্র-রাজ্য অফিসারদের মধ্যে আলোচনা করার জন্য।
বাংলার বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য টানাটানি দীর্ঘদিনের। গত কয়েকদিন আগে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ণমন্ত্রী গিরিরাজ সিং। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মারফৎ এই প্রস্তাব পাঠানে হয়েছিল। এদিন সেকথাও জানান বাংলার মুখ্যমন্ত্রী।