অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মেরে গ্রেফতার অভিযুক্ত CISF জওয়ান কুলবিন্দর কাউর। এবার তাঁরই সমর্থনে পথে নামছেন কৃষকরা। একাধিক কৃষক সংগঠনের দাবি, যেন অভিযুক্তের বিরুদ্ধে কোনও অযৌক্তিক পদক্ষেপ করা না হয়। আগামী ৯ জুন প্রতিবাদ সমাবেশের আয়োজনও করেছেন কৃষকরা।
জানা গিয়েছে, রবিবার পঞ্জাবের মোহালিতে ইনসাফ যাত্রার আয়োজন করেছেন কৃষকরা। কৃষক সংগঠনগুলির দাবি, চন্ডিগড় বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, তার সঠিক তদন্তের প্রয়োজন। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হোক। মোহালি এসপি অফিসের সামনে রবিবার এই ইনসাফ যাত্রা বের করবেন কৃষকরা।