গঙ্গায় পদক বিসর্জন দিলেন না কুস্তিগিররা। কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা দিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। তাঁদের দাবি, কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কৃষক নেতা নরেশ টিকায়েত হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে কুস্তিগিরদের সঙ্গে দেখা করেন। তাঁর হাতেই সব মেডেল তুলে দেন কুস্তিগিররা।
রবিবার যন্তর মন্তরে ধর্নামঞ্চ তুলে দেয় দিল্লি পুলিশ। এরপরই হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন কুস্তিগিররা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সব পদক নিয়ে হরিদ্বারে আসেন তাঁরা। হর কি পৌড়ি ঘাটে তখন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের ঘিরে থিকথিক করছে ভিড়। মাটিতে বসে পড়েন সাক্ষীরা। চোখ কান্নায় ভিজে যায়। স্থানীয়রা এসে পদক বিসর্জন দিতে নিষেধ করেন কুস্তিগিরদের।