৫ বছর আগে লাল পতাকা হাতে হাজার হাজার কৃষক ঢুকে পড়েছিলেন মুম্বই শহরে। সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন নাগরিক সমাজ। আবারও সেই লং মার্চ শুরু করল সিপিএমের কৃষক সভা। সংগঠনের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ তাই আগের মতোই ডিন্ডোরি থেকে মুম্বইয় পর্যন্ত ১৮০ কিলোমিটার রাস্তায় লং মার্চ করবেন কৃষকরা।
মহারাষ্ট্রে কৃষক সভার আন্দোলন অনেকদিনের। কৃষিঋণ মকুব, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টার পাশাপাশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেচের সুবিধা এবং কৃষকদের পেনশনের দাবিতে সরবসিপিএমের কৃষক সংগঠন ‘অল ইন্ডিয়া কিসান সভা’। প্রায় এক দশক ধরে চলছে আন্দোলন। ২০১৮ সালের লং মার্চ বিপুল জনসমর্থন পেয়েছিল। আন্দোলনের মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছিলেন, ৬ মাসের মধ্যে দাবি পূরণ করা হবে।
কৃষক সভার অভিযোগ, ৫ বছর পেরিয়ে গেলেও দাবি মানা হয়নি৷ প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার। ঘটনাচক্রে, তৎকালীন মুখ্যমন্ত্রী এখন উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে।
১৭ দফা দাবিতে শুরু হয়েছে লং মার্চ। অংশ নিয়েছেন ১০ হাজার কৃষক। কৃষক সভার দাবি, যত দিন গড়াবে, ততই বহরে বাড়বে মিছিল।