স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অন্য যুবকের সঙ্গে সম্পর্ক। মানতে না পেরে যুবতীকে হাত-পা বেঁধে পাঁচতলার বারান্দা থেকে ফেলে দেওয়ার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায় (Agra, UP)। অভিযুক্ত আকাশ গৌতম ও তার আরও ২ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতী রিতিকা ফ্যাশন ব্লগার (Fashion Blogger Murdered) ছিলেন। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর অন্য এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয়। তার সঙ্গেই থাকতে শুরু করেন তিনি। অভিযোগ, বিয়ের পর প্রাক্তন স্ত্রীর লিভ-ইনে থাকার সিদ্ধান্ত মানতে পারেনি আকাশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হঠাৎ ২ জনকে নিয়ে রিতিকার ফ্ল্যাটে গিয়ে হানা দেয় আকাশ। সেখানে রিতিকার লিভ-ইন সঙ্গীকে হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখে। অভিযোগ, প্রাক্তন স্ত্রীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে দেয় আকাশ ও তার সঙ্গীরা।
আরও পড়ুন: ভরা ক্লাসেই শিক্ষিকাকে জুতোপেটা প্রধান শিক্ষকের, উত্তরপ্রদেশে নিন্দার ঝড়
রিতিকার পরিবার সূত্রে খবর, ফ্যাশন নিয়ে সোশ্যাল মিডিয়া ও ব্লগিং শুরু করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ট্রাভেল ব্লগের ফলোয়ার্স সংখ্যা ৪৪ হাজার। ২০১৪ সালে আকাশের সঙ্গে পরিচয় হয়। তারপর তাঁরা বিয়ে করে। পরিবারের অভিযোগ, নিজের সব উপার্জন খরচ করার পরও হেনস্থার শিকার হতে হয়েছে রিতিকাকে। এরপরই ডিভোর্সের সিদ্ধান্ত নেন রিতিকা।