প্রসব-পরবর্তী সময়ে নতুন মায়েদের অবসাদ, চিকিৎসার ভাষায় যাকে বলে ‘পোস্ট পার্টাম ডিপ্রেশন’ (Postpartum Depression)। তারই ওষুধ আসতে চলেছে বাজারে। প্রথম বার ‘জুরানোলোন’ নামের একটি খাওয়ার ওষুধকে স্বীকৃতি দিল আমেরিকার খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘এফডিএ’ (FDA)। আগে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হত। ইঞ্জেকশন নিতে অনীহা থেকে বহুক্ষেত্রেই চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে যেত অধিকাংশ মায়েদের।
Hugging Benefits: উচ্চ রক্তচাপ, অবসাদ? শক্ত করে জড়িয়ে ধরুন কাছের মানুষটাকে ,গবেষণা বলছে এটিই ওষুধ
অন্তঃসত্তাকালে অথবা সন্তান প্রসবের পরপর নানা কারণে অবসাদের শিকার হন বিশ্বের অনেক মায়েরাই। দৈনন্দিন কাজে অনীহা, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, মনমেজাজ বিগড়ে যাওয়া, আচরণগত সমস্যা— এ সবই পোস্ট পার্টাম ডিপ্রেশনের লক্ষণ, অবসাদের আকার মাত্রাতিরিক্ত হলে পরিণতি হতে পারে মারাত্মক।
সদ্য মা হয়েছেন, এমন অনেককে নিয়ে একটি বিশেষ সমীক্ষা করা হয়েছিল। মাত্র ১৪ দিনের ওষুধ প্রয়োগে এই ধরনের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে গবেষকদের দাবি।