একটা অগ্নিকাণ্ডে(Delhi Fire) ফিরে এল ২৫ বছর আগের স্মৃতি। ১৯৯৭ সালের পর আবার রবিবার আগুন লাগে দিল্লির উপহার সিনেমা হলে(Upahar Cinema Hall)। দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ১৯৯৭ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে বন্ধই রয়েছে সিনেমা হলটি।
জানা গেছে, এই ঘটনায় কেউ হতাহত না হলেও হলের ব্যালকনি এবং একটি তল ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি দমকল বিভাগের(Fire Brigade) অধিকর্তা অতুল গর্গ বলেন, “ভোর পৌনে পাঁচটা নাগাদ সিনেমা হলে(Fire on Cinema Hall) আগুন লাগার খবর পৌঁছয় তাদের কাছে। ঘটনাস্থলে ন’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
আরও পড়ুন- Delhi Clash : দিল্লিতে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠীসংঘর্ষ, আহত ৯, গ্রেফতার ১৪
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালে এই সিনেমা হলেই(Cinema Hall) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ৫৯ জনের। আহত হয়েছিলেন শতাধিক। ১৩ জুন সিনেমা হলে ‘বর্ডার’ ছবি(Border) চলছিল। বিকেল তিনটের সময় আগুন লেগে যায় সিনেমা হলে। ভিতরেই আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৫৯ জনের এবং আহত হয়েছিলেন ১০৩ জন।