শনিবার বিকেলে বিধ্বংসী আগুন হায়দরাবাদের এক হাসপাতালে। রাস্তায় থাকা মানুষই প্রথম দেখতে পান অঙ্কুরা নামের এই বহুতল হাসপাতালের বেশ কয়েকটি তলা দাউদাউ করে জ্বলছে। তাঁরাই প্রথমে দমকলকে ফোন করেন।
রাস্তা থেকেই আগুনের ভিডিও তোলেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলে গিয়েছে দমকলের বেশ কয়েক ইঞ্জিন। হাসপাতালের রোগীদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
এলাকা ঘিরে রেখেছে পুলিশও। ইতিমধ্যেই ঘটনাস্থলে দিকে গিয়েছেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ শহরের মেহেদিপত্তনমের গুড্ডিমালকাপুর এলাকায় অবস্থিত বহুতল এই হাসপাতাল।
বিকেলের প্রথমে উপরের তলায় আগুন লাগে। দ্রুত তা নিচে নেমে আসতে শুরু করে। তবে কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।