দিল্লির পর এবার বেঙ্গালুরু । শহরের একটি বহুতলে ভয়াবহ আগুন । জানা গিয়েছে, বুধবার সকালে ওই বহুতলের একটি ক্যাফেটেরিয়ায় আগুন লাগে । তারপর সেই আগুন দ্রুত বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।
জানা গিয়েছে, এদিন সকাল ১১টার দিকে- ওই বহুতলে ‘মাড পাইপ ক্যাফে’ নামে একটি হুক্কা বার এবং পাবের ছাদের রান্নাঘরে আগুন লাগে । আচমকা বিস্ফোরণের শব্দ । আর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ । সেইসময় আতঙ্কে বহুতল থেকে অনেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন । তাঁদের মধ্যে দু'জন আহত হন বলে খবর । তবে, সুস্থ আছেন তাঁরা ।
এদিকে, বুধবারই দিল্লির এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । যদিও সেখানে হতাহতের কোনও খবর মেলেনি ।