হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেসে (Falaknuma Express) আগুন। চলন্ত ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে। শুক্রবার তেলাঙ্গানার মুম্মইপল্লি ও পাগিড়িপল্লির মধ্যে ট্রেনটি আগুন লাগে। এরপরই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। জানিয়েছে সংবাদ সংস্থা ANI।
আগুন লাগার পরেই তড়িঘড়ি এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। কী কারণে এই আগুন, তা যদিও স্পষ্ট নয়। যাত্রীরা বর্তমানে সুরক্ষিত আছেন। অন্য় ট্রেনে তাঁদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই পঞ্চায়েতের ভোট