দিল্লিতে একটি রঙের কারখানায় আগুন। ঘটনায় মৃত্যু সাত জন শ্রমিকের। দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কী কারণে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে।
দমকল সূত্রে খবর, কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি হত। দাহ্য পদার্থ মজুত ছিল। এলাকাটি ঘনবসতিপূর্ণ বলে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কা হয়। এরপরই দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৭ জনই কারখানার শ্রমিক ছিলেন। আগুনে ঝলসে যাওয়া দেহগুলিকে শনাক্ত করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় এর আগেও বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। সম্প্রতি, শাহাদারা ও পীতমপুর এলাকাতেও আগুন ছড়িয়ে পড়েছিল।