লখনউতে একটি হোটেলে আগুন (Lucknow Hoter Fire) লেগে আটকে পড়েছেন আবাসিকরা। সোমবার ঘটনাটি ঘটেছে লখনউর হজরতগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সঙ্গে সঙ্গেই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভিতরে আটকে আছেন বেশ কয়েকজন। তাদের জানলা ভেঙে বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। জানা গিয়েছে, লখনউ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হোটেলটি। ভিডিয়োতে দেখা যায়, আগুন লেগে হোটেলটির চারপাশ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে।
আরও পড়ুন: সোমবার সকালে জোড়া হানা ইডি ও সিবিআইয়ের, রানিকুঠি ও সোদপুরে দুটি বাড়িতে তল্লাশি
এএনআই সূত্রে খবর, পাঁচতলা হোটেলের চারটি তলাতেই আগুন লেগেছে। হোটেলের জানলা দিয়ে আবাসিকদের পা টেনে বের করার চেষ্টা করেন দমকল আধিকারিকরা।