প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathy) । বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । হাত ভেঙে গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । গত বছরের ডিসেম্বর মাসে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে । অবশেষে, রবিবার ভোর ৫টা নাগাদ শেষ নিশ্বাস ত্য়াগ (Keshari Nath Tripathi passes away) করেন তিনি । বাবার মৃত্যুর খবর জানিয়েছেন কেশরীনাথ ত্রিপাঠীর ছেলে নীরজ ত্রিপাঠী । তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ।
জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে যান প্রবীণ বিজেপি নেতা । তাঁর হাত ভেঙে যায় । দুর্বল হয়ে পড়েছিলেন । এরপর হঠাৎ-ই অসুস্থ বোধ করছিলেন তিনি । শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল । পাশাপাশি মূত্রের সমস্যাও দেখা দেয় । ডিসেম্বর মাসেই তাঁকে প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ICU-তে ভর্তি করানো হয় । এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । রবিবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
আরও পড়ুন, Benazir Bhutto : সিপিএম মহিলা সংগঠনের পোস্টারে বেনজির ভুট্টোর ছবি, তোপ কংগ্রেস-বিজেপির
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী । ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন । পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, মেঘালয় ও মিজোরামের রাজ্যপাল ছিলেন তিনি ।