Shoma Sen released from prison: ভীমা-কোরেগাঁও হিংসা মামলায় জেল থেকে ছাড়া পেলেন সমাজকর্মী সোমা সেন

Updated : Apr 17, 2024 18:25
|
Editorji News Desk

বুধবার মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে ছাড়া পেলেন মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও হিংসা মামলায় ধৃত সমাজকর্মী তথা নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা সোমা সেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর কন্যার সঙ্গে সোমা সেনের একটি ছবি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিং।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সোমা সেনের জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালের ৬ জুন থেকে জেলবন্দি ছিলেন তিনি। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চ সোমা সেনকে শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দেন।

ওই রায়ের সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, সোমা বয়সজনিত সমস্যায় ভুগছেন। তা ছাড়া তিনি দীর্ঘ দিন কারাবাসে রয়েছেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ তদন্তকারী সংস্থা এনআইএ আদালতকে জানিয়ে দিয়েছিল, সোমাকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই।

জামিনে থাকাকালীন সোমাকে সব সময় তাঁর মোবাইলের জিপিএস চালু রাখতে হবে। তাঁর নতুন মোবাইল নম্বর এবং বাড়ির ঠিকানা তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে। সেই সঙ্গে পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে হবে এবং তাঁরা মহারাষ্ট্রের বাইরে কোথাও যেতে পারবেন না বলে শীর্ষ আদালত জানিয়েছে।

২০১৮ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত সংগঠন এলগার পরিষদের বিজয়দিবস অনুষ্ঠান থেকে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। পুলিশের দাবি ছিল, সেই ঝামেলায় জড়িত ছিলেন সোমা। সোমা সেন ছাড়াও ওই মামলার অভিযুক্তদের তালিকায় ছিলেন বর্ষীয়ান কবি ভারাভারা রাও, ট্রেড ইউনিয়ন নেত্রী আইনজীবী সুধা ভরদ্বাজ, অধ্যাপক আনন্দ তেলতুম্বে প্রমুখ। তাঁদের অনেককেই গ্রেফতার করেছিল পুলিশ।

Bhima Koregaon

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর